1. খাদ্যে উদ্বৃত্ত (37,848 মে.টন)।
2. বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি।
3. ডাল জাতীয় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি।
4. সবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধি।
5. পুষ্টির চাহিদা পূরণে উদ্ভুদ্ধকরণের মাধ্যমে মাল্টার সম্প্রসারণ।
6. উদ্ভুদ্ধকরণের মাধ্যমে খাটো জাতের নারিকেল চারা রোপণ।
7. বজ্রনিরোধক হিসাবে রাস্তার পাশে তালগাছের বীজ রোপণ (68,530টি)।
8. ফসল আবাদ বৃদ্ধির জন্য প্রণোদনা কার্যক্রম (উপকারভোগী = 49,199 জন)
9. কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ (3,73,344টি)।
10. খামারযান্ত্রিকীকরণ (বিনামূল্যে ও 25-50% ভর্তুকীতে কৃষি যন্ত্রপাতি বিতরণ)।
11. কৃষি সহায়তার অর্থ সহজ ও দ্রুততার সাথে পাওয়ার লক্ষ্যে মাত্র 10 টাকায় কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট খোলা (1,69,800টি)।
12. ই-কৃষির (বিভিন্ন অ্যাপস্, এআইসিসি, কৃষি কল সেন্টার ও ভিডিও কনফারেন্স) মাধ্যমে কৃষকদের স্বল্প সময়ে, স্বল্প খরচে অতি সহজে সম্প্রসারণ সেবা প্রদান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস